সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের এ-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজের কিশোররা। বৃহস্পতিবার বি-গ্রুপের চ্যাম্পিয়ন ভারত বা পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ১৮ মিনিটে মোহাম্মদ আরিফ গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। ৪৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলকিপার। ফিরতি বলে গোল করে ব্যবধান ৩-০ করেন সেই রিফাত। ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন রিফাত। নাজমুলের হাওয়ায় ভাসানো লম্বা পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে বাংলাদেশকে চতুর্থ গোল উপহার দেন এই ফরোয়ার্ড। টুর্নামেন্টের এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের মোহাম্মদ আবদুল্লাহ ও মনসুর আহমেদ একটি করে হ্যাটট্রিক করেন। আজ বি-গ্রুপে লড়বে দুই...