ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তান দুবাইয়ে উড়িয়ে এনেছিল মনোবিদ ড. রাহিল করিমকে। তাতেও কাজ হলো না। সেই একই গল্প। একই উপসংহার। চিত্রনাট্যও অভিন্ন। পার্থক্য শুধু একটাই। এক রোববার দুবাইয়ে সালমানদের সূর্য ডুবেছিল সাত উইকেটের পরাজয়ে। পরের রোববার সেই একই শহরে ছয় উইকেটে সূর্যদের জয়। ভারতের বিপক্ষে টি ২০ সংস্করণে সর্বোচ্চ ১৭১ রান করেও পাকিস্তানের পরাজয়বরণ। পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির এটি ভারতের। টি ২০তে এ নিয়ে ১৫ ম্যাচে এটি ভারতের ১২তম জয়। পাকিস্তান জিতেছে তিনটিতে। শুবমান গিলকে (২৮ বলে ৪৭) যখন বোল্ড করেন ফাহিম আশরাফ, ভারতের ইনিংসের তখন ৯.৫ ওভার। রান ১০৫/১। ৬১ বলে দরকার ৬৭। চার বল পর অধিনায়ক সূর্যকুমার যাদব (০) আউট। পরের ওভারে ‘ঝুম বরাবর ঝুম শারাবি’র মতো বাল্লেবাজি করা...