২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় রাতে সন্ত্রাসীদের গুলিতে শাহাদাৎ হোসেন দোয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত ১০ টার দিকে কালারমার ছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দোয়েল ওই এলাকার মৃত ফজলুর হকের পুত্র এবং বিএনপি সমর্থিত খউস্বরো গোষ্ঠীর সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দোয়েলকে লক্ষ্য করে গুলি চালায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের ভাই বলেন, স্থানীয় মুজিবকিল্লা এলাকার সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি দ্রুত খুনিদের গ্রেফতারের দাবী করেন । ঘটনার খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে...