২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম আমেরিকান রক্ষণশীল আন্দোলনের তরুণ কর্মী চার্লি কার্ককে নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে আবেগঘন আলোচনা। মাত্র ৩০ বছর বয়সে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু দেশজুড়ে রক্ষণশীল মহলে তীব্র আলোড়ন তুলেছে। এই শোকের মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “মহান আমেরিকান বীর” ও “শহীদ” হিসেবে আখ্যা দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গত ১০ সেপ্টেম্বর চার্লি কার্ক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার আকস্মিক মৃত্যু তরুণ প্রজন্মসহ পুরো রক্ষণশীল রাজনীতিতে গভীর শোকের সৃষ্টি করে। কার্কের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প, তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং হাজারো সমর্থক। ট্রাম্পের ভাষায়, কার্ক কেবল রাজনৈতিক কর্মী ছিলেন না, বরং ছিলেন একজন সাহসী কণ্ঠস্বর—যিনি যুক্তি, দৃঢ়তা ও স্পষ্টভাষিতার কারণে টার্গেট হয়েছিলেন। রোববার (২১ সেপ্টেম্বর) অ্যারিজোনার স্টেট ফার্ম...