২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সমর্থনের স্রোত আরও জোরদার হচ্ছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ইউরোপের দেশ পর্তুগালও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো। এ ঘোষণা আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। রোববার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এই ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক ও অপরিহার্য দিক। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর উপায় হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান। ঘোষণায় পাওলো রাঞ্জেল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, হামাস যেন গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে...