‘আগের ম্যাচের চেয়ে পাকিস্তান এবার অন্তত একটু ভালো খেলেছে’, এমন একটি প্রশ্ন ছুটে গিয়েছিল সুরিয়াকুমার ইয়াদাভের দিকে। জবাবে ভারতীয় অধিনায়ক সবার জন্য দিলেন একটি পরামর্শ, ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন যেন আর না করা হয়। কারণ, এই লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই খুঁজে পান না তিনি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে ভারতের একতরফা দাপট চলছে বেশ কয়েক বছর ধরেই। এবারের এশিয়া কাপেও দুই ম্যাচে ভারতকে সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি পাকিস্তানিরা। ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের জয়ের পর সব সংস্করণ মিলিয়ে ভারত জিতে নিল টানা সাত ম্যাচ। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় হয়ে গেল ১২টি, পাকিস্তানের মোটে ৩টি। ওয়ানডে ইতিহাসে দুই দলের লড়াইয়ে এখনও এগিয়ে পাকিস্তান। তবে গত ২০ বছরে বদলে গেছে চিত্র। ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের জয় ছিল ৬২টি, ভারতের ৩৫টি। ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত...