ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উপত্যকার এ হামলায় ইসরায়েলের অন্যতম বন্দর নগরীকে নিশানা করা হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আশদোদ লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে এবং অন্যটি খোলা এলাকায় আঘাত হানে। এ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ এপ্রিলের পর এই প্রথম আশদোদ নগরীতে এ ধরনের হামলা হয়েছে। গাজা থেকে রকেট হামলা একসময় দক্ষিণ ইসরায়েলের জন্য নিয়মিত ঘটনা ছিল। তবে চলমান যুদ্ধে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ধরনের...