অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের চলমান যুদ্ধ ও হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৫ হাজার ২৮৩ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এ সময় ইসরায়েলি হামলায় আরও ৩০৪ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তা না থাকায় তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত হন এবং অন্তত ২৪...