সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালের আন্দোলন থেকে নুরুল হক নুরের নেতৃত্বে উঠে আসে গণঅধিকার পরিষদ। ২০১৯ সালে ডাকসুতে জয়ী হওয়ার পর ২০২১ সালের অক্টোবরে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। শুরুতে ড. রেজা কিবরিয়া আহ্বায়ক থাকলেও পরবর্তী সময়ে নুর সভাপতি ও রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।অন্যদিকে, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা তরুণরা গঠন করেন এনসিপি। এ বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হওয়া এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। বর্তমানে তাদের নিবন্ধন প্রক্রিয়াধীন। এর মধ্যে আখতার ২০১৯ ডাকসুতে নুরুল হক নুরের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। দুজনই নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে যুক্ত ছিলেন। শুধু...