বাঁশখালীতে অটোরিকশা উল্টে মোহাম্মদ নাজিদ (২২) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিদ শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ কবিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিদ নিজে চালক হয়ে অটোরিকশা নিয়ে শেখেরখীল থেকে চাম্বল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার রিকসায় জাহাঙ্গীর নামে এক যাত্রীও ছিলেন। প্রধান সড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালক নাজিদ সড়কের পাশে পড়ে গিয়ে বড় একটি পাথরের সঙ্গে মাথায় আঘাত পান এবং গুরুতর জখম হন। এ সময় উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ বড়ুয়া জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাজিদ মারা গেছেন। মাথায় গুরুতর আঘাত ও...