মোটরসাইকেল নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া নিয়ে বাগ্বিতণ্ডায় পঞ্চগড়ে সাংবাদিদের সঙ্গে শাসালেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ানো ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম মো. তাহমিদুর রহমান। পরে আওলিয়ার ঘাটসহ মহালয়া উৎসবের দায়িত্ব থেকে তাঁকে ফিরিয়ে আনে জেলা প্রশাসন। জানা গেছে, আওলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবির তিন বছর পূর্তি ও বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উপলক্ষে পাঁচ-ছয়জন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন। এসময় করতোয়া নদীর ঘাটে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান সাংবাদিকদের মোটরসাইকেল নিয়ে নদী পার হতে বাঁধা দেন। সে সময় নদীতে তিন থেকে চারটি নৌকা চলাচল করছিল এবং নৌকায় মোটরসাইকেল নিয়েও যাত্রীরা পারাপার হচ্ছিলেন। ‘অন্যরা মোটরসাইকেল পার হলে, সংবাদকর্মীরা কেন নিউজের কাজে যেতে পারবে না’—সাংবাদিকরা এমন প্রশ্ন করলে ক্ষিপ্ত হন...