ঢাকায় প্রবল বৃষ্টি, রাস্তায় পানি, হেফাজতেকে পাশে পেতে তৎপর বিএনপি, জাতিসংঘের বৈঠক যোগ দিতে নিউ ইয়র্ক গেলেন ইউনূস--দক্ষিণ এশিয়ার আরো খবর একসঙ্গে। রাজধানী ঢাকায় সোমবারসকাল থেকে প্রবল বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। সকাল পৌনে ছয়টার দিকে বৃষ্টি নামে। সাতটা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, ঝিগাতলাসহবিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটু সমান পানি, কোথাও কোমরসমান জল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। আবহাওয়া অধিদপ্তর এটি এখনো ঘোষণা না করলেও এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে...