বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলেও এখনও অনেক মন্দির ও পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী বলছে—তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর সংশ্লিষ্টরা বলছেন, পূজার মূল আনুষ্ঠানিকতা এখনও শুরু না হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি জোরদার করা হয়নি। পূজা শুরু হলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা কেটে যাবে। মহালয়ার মাধ্যমে রবিবার থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে মূল পূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। এ বছর সারা দেশে স্থায়ী ও অস্থায়ী মিলে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ২৫৮টি পূজামণ্ডপ। এবারের দুর্গাপূজা ঘিরে বড় ধরনের কোনও আশঙ্কা না থাকলেও...