নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা আগে কোনো নীতি সহায়তা পাননি, সেসব শিল্প ও উৎপাদনমুখী প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ নগদ জমা দিয়ে প্রতিষ্ঠানগুলো এই সুযোগ গ্রহণ করতে পারবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এই উদ্যোগ যেন রাজনৈতিক সুবিধা পাওয়ার ঢাল না হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিঘাতে দুর্বল হয়ে পড়েছে দেশের অর্থনীতি। হাজার হাজার মানুষ কাজ হারিয়েছেন, বন্ধ হয়েছে বহু কারখানা। বৈশ্বিক সংকটে বেড়েছে মূল্যস্ফীতি, জ্বালানি ও পরিবহন ব্যয়—যার সরাসরি প্রভাব পড়েছে জনগণের জীবনে। অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ বলেন,"নির্বাচন সামনে রেখে যেন কেউ রাজনৈতিক উদ্দেশ্যে এই সুবিধা না নেয়, সেজন্য কিছু শর্ত আর মনিটরিং থাকা জরুরি। ঋণ পুনঃতফসিলের পর প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে ব্যবসায় ফিরে আসছে...