এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে রোববার হাই–ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৭১ রান। জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭২ রান। লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। চতুর্থ ওভারে শাহিন আফ্রিদিকে টানা দুই বাউন্ডারি মারেন অভিষেক শর্মা। নন–স্ট্রাইকে থাকা শুবমান গিলকে তখন কিছু বলতে শোনা যায়, যা মনে করা হচ্ছে আফ্রিদির মন্তব্যের জবাব। ম্যাচে উত্তেজনা ছড়ায় পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে অভিষেকের বাকবিতণ্ডায়। তবে ব্যাট হাতে জবাব দেন বাঁহাতি এই ওপেনার। ইনিংসের প্রথম বলেই আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। পরে রউফ তাকে উসকালে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে...