এশিয়া কাপে পরপর দুইটি ম্যাচ হারলো পাকিস্তান। দ্বিতীয় হারের পর পাক অধিনায়ক কিছু ইতিবাচক দিকের কথা বললেন। প্রথম ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। রোববারও টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর শুভেচ্ছা বিনিময়ও হয়নি। তবে পাকিস্তানের অধিনায়ক সালমান ম্যাচের পর কথা বলেছেন। তিনি বলেছেন, ''ফখর জামান, ফারহানরা ভালো ব্যাট করেছে. হ্যারিস যেভাবে বল করেছে, তাতে আমাদের যথেষ্ট ইতিবাচক দিক ছিল। আমাদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্য শহরে অন্য পরিবেশ ও পরিস্থিতিতে ম্যাচ হবে।'' সালমানের বক্তব্য, ''আমরা শুরুটা খুবই ভালো করেছিলাম। আমাদের আরো ১০-১৫ রান করা উচিত ছিল। কিন্তু পাওয়ার প্লেতে ওরা ম্যাচটা নিজেদের দিকে নিয়ে গেলো। তারপরেও ১৭০-১৮০ এই পিচে লড়াই করার মতো স্কোর। কিন্তু ওরা পাওয়ার প্লেতে...