শুধু দুই চির প্রতিদ্বন্দ্বীর মর্যাদার লড়াই নয়, ফাইনালের পথে এগিয়ে যেতেও এই ম্যাচ দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেনি ফখর জামান ও শাহিবজাদা ফারহানের জুটি। পান্ডিয়ার বলে ফখর জামানের বির্তকিত কট বিহাইন্ডে হোঁচট খায় সালমান আগার দল। ফারহানের সাথে যোগ দিয়ে সাইম আইয়ুব উইকেটে সেট হতে পারেননি। ২১ করে ফেরেন তিনি। হাফসেঞ্চুরি পূর্ণ করা ফারহান খেলেন ৫৮ রানের ইনিংস। ৫ উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। জবাবে সাবলীল ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করে তোলেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও সুবমান গিল। ১০৫ রানের জুটি গড়েন তারা। গিলকে ৪৭ এ ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিম আশরাফ। অভিষেকের সাথে তিলক ভার্মার ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায় ভারতের। ফিফটি পূর্ণ করে এগিয়ে যান অভিষেক। ৩৯ বলে...