গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সোমবার সকালেই রাজধানী ঢাকা যেন জলমগ্ন এক শহরে পরিণত হয়েছে। মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার কিংবা মৌচাক সব এলাকাতেই প্রায় একই দৃশ্য। হাঁটুসমান পানিতে হেঁটে যাচ্ছেন মানুষ, ভিজে গেছে তাদের পোশাক-জুতো। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই পানির দখল। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে যারা কর্মস্থল কিংবা বিদ্যালয়ের উদ্দেশে ঘর থেকে বেরিয়েছেন, তাদের জন্য এই বৃষ্টি যেন এক দুঃস্বপ্ন। রিকশা বা বাস কোনো পরিবহনই ঠিকমতো চলতে পারছে না। আরো পড়ুন :বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টির আভাস সড়কের পানি আর যানজট মিলিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। হাতিরঝিলের ঝকঝকে রাস্তা থেকেও পানি সরেনি, কোথাও কোথাও গাড়ি আটকে থাকতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার। এর...