এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। এর আগে গ্রুপ পর্বে হারিয়েছিল ৭ উইকেটে। দুটি সহজ জয়ের পর বিখ্যাত ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে আর হাইপ তুলতে বারণ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার মতে, পাকিস্তান আর ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী নয়। বরং একতরফাভাবে ম্যাচ জিতে যাচ্ছে ভারত। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে প্রশ্ন উঠতেই সূর্যকুমার বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটি দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভালো ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তাহলে এখন আর এটা কোনো...