২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। সিরিয়া টিভি জানিয়েছে, ১৯৬৭ সালের পর এটিই সিরিয়ান কোনো শীর্ষ নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর। চ্যানেলটির মতে, আল-শারা’র সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে - যার মধ্যে ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত। ২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস এই সপ্তাহে বলেছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে গত ১৪ মে রিয়াদে আল-শারার সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। সে সময়...