২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এমএমচালা বিট কার্যালয়ের প্রহরীদের ওপর হামলার ঘটনায় সখিপুর থানায় মামলা হয়েছে।এমএম চালা বিট কর্মকর্তা রুমিউজ্জামান বাদী হয়ে স্থানীয় সদস্য আলাউদ্দিন, শের আলীসহ ৭ জনকে আসামি করে শনিবার রাতে এ মামলাটি হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিটের বন প্রহরী আব্দুল মোতালেব ও ওয়াসার খসরু মিয়া গত শনিবার দুপুরের দিকে উপজেলার ছাতিয়াচালা এলাকা থেকে এক ভ্যান শাল গজারি গাছের লাকড়ি জব্দ করে বিট কার্যালয় নিয়ে আসেন। ওইদিন বিকেলের দিকে ওই দুইজন বন প্রহরী দায়িত্ব পালন কালে ছাতিয়া বাজারে গেলে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন ও শের আলীর নেতৃত্বে আসামিরা লাঠি সোটা নিয়ে তাঁদের ওপর হামলা...