ইসরায়েলের টানা অভিযানে গাজা উপত্যকায় প্রাণহানির মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৭৫ জনের মরদেহ আনা হয়েছে। এর মধ্যে চারজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে ইসরায়েলি হামলায় আরও ৩০৪ জন আহত হন। এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জনে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ এছাড়া জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে...