রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হয়েছে বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড। বেশি ইমেজ সংকটে ফেলেছে চাঁদাবাজির অভিযোগ। ডাকসু ও জাকসু নির্বাচনে দলের প্রার্থীদের ভরাডুবির জন্য বিতর্কিত কর্মকাণ্ডকেই দায়ী করেছেন খোদ নিজ দলের নেতারাও। সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা ফেরাতে এখন জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বিভিন্ন পর্যায়ের প্রায় সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাতেও খুব আস্থা ফেরেনি মানুষের। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সামনে রেখে এবার দলটি ভিন্ন কৌশলে এগোচ্ছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জোর দিচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ বলে মনে করেন নেতাকর্মীরা। সে আদর্শ মাথায় রেখে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম, বিভিন্ন জেলায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শ্রমজীবী মানুষের সহায়তা ও তরুণদের...