এক গোপন ঘরে রাখা আছে সোনায় মোড়ানো এক মুকুট। চারপাশে অন্ধকার, আলো পড়ে কেবল এক জায়গায়—মুকুটের উপর। হীরার ঝলকানিতে যেন চোখ ধাঁধিয়ে যায়। কেউ জানে না এর প্রকৃত মূল্য। শুধু এটুকুই জানা, এটি রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠেছিল ৬ মে ২০২৩, ব্রিটেনের রাজ্যাভিষেকের দিন। ওয়েস্টমিনস্টার অ্যাবের অভ্যন্তরে সেদিন ছিল যেন রত্নের রাজ্য। রাজা চার্লস যখন সোনার মুকুট মাথায় চাপালেন, তখন বিশ্বের চোখ আটকে গেল সেই মুকুটে—ক্রাউন জুয়েলস। শত শত বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের ভাণ্ডারে জমা হওয়া এই রত্নসম্ভার শুধু ঐতিহাসিকই নয়, এটি পৃথিবীর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সম্পদগুলোর একটি। ক্রাউন জুয়েলস বলতে বুঝায় সেই বিশাল রাজমুকুট, রাজদণ্ড, রাজগোলক, আংটি—যা ব্যবহার করা হয় শুধুমাত্র রাজ্যাভিষেকের মতো বিশেষ অনুষ্ঠানগুলোতে। এতে আছে প্রায় ২৩ হাজারের বেশি রত্ন! এমনই তথ্য জানাচ্ছেন রত্ন ইতিহাসবিদ জোসি...