রবিবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে বিএমইউ নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. সৌরভ সাহা মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ক্ষুদ্র ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সৌরভ সাহা একজন মেধাবী ডাক্তার এবং একজন প্রগতিশীল ও মানবিক মানুষ ছিলেন। দরিদ্র সংগ্রামের মধ্য দিয়ে তার বাবা সমীর কুমার সাহা সন্তানদের পড়া লেখার খরচ বহন করেছেন। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান। প্রতিসপ্তাহে গ্রামের বাড়িতে ফিরে বিনামূল্যে গ্রামের রোগীদের সেবা দিতেন ডা. সৌরভ। স্বপ্ন ছিলো বড় চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করবেন। ইতোমধ্যে জয় করেছেন হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস ও এমএস পেজ এ। গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এদিকে ডা. সৌরভ সাহার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন দেশের চিকিৎসক সমাজসহ বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার...