আর্থিক ঝুঁকি নিরসনের উপায় হিসেবে কাজ করে জীবন বিমা। পলিসি করার অন্যতম কারণ হচ্ছে পরিবারের সদস্যদের সুরক্ষা দেওয়া। পলিসিগুলো সঞ্চয়ের মাধ্যম হিসেবেও কাজ করে। চাহিদা ভেদে বিভিন্ন ধরনের বিমা পলিসি রয়েছে। যেমন আছে মেয়াদি বিমা। এর সুবিধা শুধু মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে পেয়ে থাকেন গ্রাহকেরা। এ ধরনের পলিসির প্রিমিয়াম হার কম হয়ে থাকে। এ ছাড়া অনেকে সঞ্চয় ও ঝুঁকি ব্যবস্থাপনা—এ দুয়ের সমন্বয়েও বিমা পণ্য কিনতে পারেন। ক্রেতাকে প্রথমেই ভাবতে হবে তার ওপর পরিবারের কতজন নির্ভরশীল মানুষ আছে। এরপর ভাবতে হবে কোনো দুর্ঘটনা বা মৃত্যুতে পরিবারের কী পরিমাণ আয়ের প্রয়োজন, বৃদ্ধ বয়সেই বা কী পরিমাণ অর্থের প্রয়োজন। মাসিক ভিত্তিতে পেনশন আকারে গ্রাহক অর্থ পেতে চান কি না, তাও চিন্তা করতে হবে। এসব বিষয় বিবেচনা করে বিমা পলিসি ও বিমার সময়কাল নির্বাচন...