প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের ২০ দিনে প্রবাসী আয় এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার।যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ১৬৯ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)। চলতি অর্থবছরের দুই মাস ২০ দিনে গত বছরের একই সময়ের তুলনায় এক বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক লেনদেনের চাপ কমিয়ে দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৭.৯০ শতাংশ। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বর মাসের পাশাপাশি চলতি বছরের আগের মাস আগস্টের তুলনাতেও এ বছরের সেপ্টেম্বরে বেশি প্রবাসী আয় এসেছে। গত আগস্টের ২০ দিনে...