বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। অভিনেত্রী হিসেবে তারা দুজনেই মেধাবি। তবে শিল্পা তার ক্যারিয়ারকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেখানে ততটা সফল হননি শমিতা। ফলে বোনের সঙ্গে তুলনা ব্যাপারটি বরাবরই সামনে এসেছে। কয়েক দিন আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন শমিতা শেঠি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, শিল্পা শেঠির সঙ্গে তুলনা করার ব্যাপারটি কীভাবে সামাল দেন। এতে করে কী হতাশা চেপে বসে না? জবাবে শমিতা শেঠি বলেন, “এখন আর না!” তিনি আরো জানান, তার বোন শিল্পা শেঠি ‘হোলি কাউ’ আর নিজেকে তিনি ‘দুষ্টু মেয়ে’ বলে উল্লেখ করেন।আরো পড়ুন:গায়ক জুবিনের প্রেম জীবনমাইনাস ১০ ডিগ্রিতে শুটিং, আহত সালমান নিজেকে খুঁজে পাওয়া কঠিন ছিল। তা স্মরণ করে শমিতা শেঠি বলেন, “নিজেকে খুঁজে পাওয়াটাই কঠিন ছিল। কারণ জীবনের জার্নি...