নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়ম হলে প্রয়োজনে বিসিবি ভবন ঘেরাও করা হবে। রোববার ঢাকায় জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। ইশরাক বলেন,“বর্তমান সরকার একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। কিন্তু ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ আমরা মানি না।” তিনি আরও বলেন,“বিসিবির গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে অ্যাডহক কমিটি কাউন্সিলর মনোনয়ন দেবে। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ এবং খ্যাতনামা সংগঠকেরা...