কার হাতে উঠবে বালন দ’র ২০২৫- এ নিয়ে নানান আলোচনা আর জল্পনা-কল্পনা চলছে। অবশেষে দিন ঘনিয়ে এসেছে। আজ রাতে ঘোষণা করা হবে, কে হচ্ছেন বিজয়ী। সর্বশেষ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় ব্যক্তিগত সেরার এ পুরস্কার জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উসমান দেম্বেলে। অনেকের দৃষ্টিতে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার হাতে উঠতে পারে এ পুরস্কার। লামিন ইয়ামালকেও এগিয়ে রাখছেন কেউ কেউ। এর বাইরে পিএসজির ভিতিনিয়াও আছেন...