এদিকে, আবহাওয়া অফিস বলছে, দুদিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হতে পারে। ভারী বর্ষণে ফলে রাজধানীর বিভিন্ন স্থানে সাময়িক জলজট সৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু এলাকার পানি নামতে শুরু করেছে। তবে অনেক নিচু এলাকায় এখনো পানি জমে আছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা...