গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা নিয়ে কুতর্ক ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রশ্ন হলো, কেন এমনটা করা হচ্ছে? এর অনেক কারণের একটি হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ২০২৪ সালের মুখোমুখি করে দেওয়া। যা করা সম্ভব নয়। মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখার সুযোগ নেই, এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ প্রায় দেড় দশকের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারলে, অনেক পক্ষেরই অনেক লাভ হয়। শহীদের সংখ্যা নিয়ে নতুন প্রজন্মের মনে সন্দেহ-সংশয়ের জন্ম দিতে পারলে, জুলাই অভ্যুত্থান পরবর্তীকালে গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসা জামায়াতের পূর্বপুরুষেরা একাত্তরে যে যুদ্ধাপরাধ করে গেছেন, তার দায় কমিয়ে দেখাতে পারা যাবে। তারা জানে, সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস টিকে থাকলে বাংলাদেশে তারা রাজনীতি...