ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পশ্চিমা বিশ্বের এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পাশাপাশি আন্তর্জাতিক মহলও স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কোনো দিন প্রতিষ্ঠিত হবে না। গতকাল (২১ সেপ্টেম্বর) তিন দেশ একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিশ্বের বেশিরভাগ দেশ। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বসেই নেতানিয়াহু জানান, ‘স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’ টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে তিনি আরও বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ‘মিথ্যা প্রচারণা’ এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তার দাবি, এ উদ্যোগ ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে এবং...