ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন একপেশে লড়াই। ঠিক সেটাই আবারও হল রোববার রাতে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে। সে সময় আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে লড়াই করার পুঁজি জড়ো করে পাকিস্তান। তবে অভিষেক শর্মা ও শুবমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে রীতিমতো উড়ে যায় পাকরা। এ দুই ব্যাটারকে কোনভাবেই আটকে পারেনি দেশটির বোলাররা। সে সুযোগে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে ভারতে সহজ এক জয় এনে দেন তারা।রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৬ উইকেটে জিতেছে ভারত। টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। এরপর ভারত ৭ বল হাতে রেখে ৪ উইকেট খুইয়ে ১৭৪ রান করে লক্ষ্যে পৌঁছায়। এরআগে এ দুই গ্রুপ পর্বের লড়াইয়ে গত ১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে সালমান আগাদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল সূর্যকুমার যাদবের দল।...