পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তিন মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম তিন মামলায় ৯ জনের জবানবন্দি রেকর্ড করেন। প্রত্যেক মামলায় ১৭ জনের সাক্ষ্য শেষ হলো। গতকাল যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন, তারা হলেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, ইস্টার্ন হাউজিংয়ের অপারেটর শেখ শমশের আলী, ইস্টার্ন হাউজিংয়ের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। জবানবন্দিতে তারা বলেন, টিউলিপ সিদ্দিক ফ্ল্যাটটি পরে তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে নোটারি পাবলিকের মাধ্যমে হস্তান্তর করেছেন বলে দাবি করেন। কিন্তু আইন অনুযায়ী রেজিস্ট্রেশনবিহীন...