সর্বযুগের আদর্শ ব্যক্তিত্ব বিশ্বনবী (সা.)-এর সব কিছুই অনুকরণীয়। পরিবারের নারীদের সঙ্গে যেমন তাঁর মধুর ব্যবহার ছিল, তেমনি চমৎকার ব্যবহার ছিল সমাজের অন্য নারীদের সঙ্গেও।নারীদের প্রতি সম্মান প্রদর্শন ও প্রশংসা জ্ঞাপনে তাঁর কোনো কার্পণ্য ছিল না। আনাস (রা.) বর্ণনা করেন, একদল নারী ও শিশুকে বিয়ের অনুষ্ঠান থেকে আসতে দেখে রাসুল (সা.) বলেন, ‘তোমরা আমার কাছে সর্বাধিক প্রিয়। ’ এ কথা তিনি তিনবার বলেন।(ইবনে মাজাহ, হাদিস : ১৮৯৯) নারী বা পুরুষ সব অতিথিকে সব সময়ই হাসিমুখে স্বাগত জানাতেন তিনি। আয়েশা (রা.) বর্ণনা করেন, খাদিজার বোন হালা বিনতু খুওয়াইলিদ একদিন মহানবী (সা.)-এর সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন। তখন মহানবী (সা.) প্রিয়তমা স্ত্রী খাদিজার অনুমতি চাওয়ার কথা মনে করে হকচকিত হয়ে পড়েন। এটা তাঁর খুব ভালো লাগে। তারপর বললেন, ‘আল্লাহ, এ তো দেখছি হালা বিনতু...