প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘রাগাসা’। ঝড়ের আশঙ্কায় উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে প্রশাসন। ফিলিপাইন ও তাইওয়ানের দিকে এগিয়ে আসছে সুপার এ টাইফুনটি।সোমবার (২২ সেপ্টেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফিলিপাইনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া এই সুপার টাইফুনটি অত্যন্ত দ্রুত এগিয়ে আসছে। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি ফিলিপাইনের কম জনবসতিপূর্ণ বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। দেশটিতে টাইফুনটি ‘নান্দো’ নামে পরিচিত।রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ২৩০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে।সাতসকালে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে...