লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর হয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে বেবিচকে অনির্ধারিত বিশেষ বৈঠক হয়েছে গতকাল রবিবার। এরই মধ্যে সংস্থাটির ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দেশের সব বিমানবন্দরেই সাইবার হামলার আশঙ্কা করছে অ্যাভিয়েশন-সংশ্লিষ্ট গোয়েন্দারা। গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে গতকালের বৈঠকে। গত ১৫ সেপ্টেম্বর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বোর্ডসভা হয়েছে, তাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাইবার হামলার বিষয়ে অ্যাভিয়েশন-বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘ইউরোপের বিমানবন্দরগুলোয় সাইবার হামলায় আমরা হতবাক হয়েছি। কারণ তারা খুবই সতর্ক ও সচেতন। এর মধ্যেই হামলাকারীরা আক্রমণ করে বসেছে। এটি আমাদের জন্য অশনিসংকেত। এরপর আমাদেরও সচেতন হতে হবে। আমাদের অনেক শত্রু। সরকারকে বেকায়দায় ফেলতে...