আশ্বিনের ভোর। হিমেল বাতাসে দুলতে থাকা লাল শাপলাগুলো যেন পথিককে হাতছানি দিচ্ছে! টলমলে জলের বুকজুড়ে অসংখ্য লাল শাপলা ফুটেছে, চারপাশে গাঢ় সবুজ পাতার গালিচা ছড়িয়ে আছে। দৃশ্যটি যে কারও চোখ জুড়িয়ে দেবে, মন ভরে দেবে প্রশান্তিতে। এমন মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে খুলনার কয়রা উপজেলার আদালত ভবনের পেছনে। আদালতের পাশে উপজেলা পরিষদের পুকুরঘাটমুখী পাকা পথের বাঁ পাশে বিস্তৃত জলাশয় লাল শাপলায় ছেয়ে আছে। কোলাহলের ভিড়ে এক টুকরো স্বস্তি। ক্ষণিকের জন্য হলেও পথচারীরা সেখানে দাঁড়িয়ে হারিয়ে যান লাল শাপলার মোহনীয়তায়। কেউ দাঁড়িয়েই মুঠোফোনে বন্দী করেন রঙের এই উৎসব, কেউ বসে গল্পে মাতেন। রোববার সকালে দেখা যায়, পুকুরঘাটে কয়েকজন তরুণ-যুবক আড্ডা দিচ্ছেন। আড্ডার ফাঁকে পলাশ মন্ডল নামে এক তরুণ বলেন, উপজেলা পরিষদের পাশে তাঁদের বাড়ি। আগে কখনো এখানে এত শাপলা দেখেননি তিনি। এখন...