শিল্পী সুলতান, পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান, ডাক নাম লালমিয়া। জন্ম ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে। পিতামাতার একমাত্র সন্তান। বাবা শেখ মেসের আলী। তাঁর পেশা ছিল রাজমিস্ত্রী, ওস্তাগার। কৃষিকাজও করতেন। অভাব অনটনের জীবন ছিল তাদের। সংসারে রোজগারের জন্য সুলতানও বাবাকে সাহায্য করতেন। স্কুলে পড়াশোনা করলেও বেশি দূর অগ্রসর হতে পারেননি। শৈশবকাল থেকেই সুলতানের মধ্যে আঁকাআঁকির দিকে ঝোঁক দেখা গিয়েছিল। গত বছরের জুলাইতে ছিল সুলতানের জন্ম–শতবার্ষিকী। সেটা যথাযথভাবে পালিত হয়নি। এ বছর যে কিছু হচ্ছে এর পেছনে নাসির আলী মামুনের ভূমিকাই সর্বাগ্রে। ১৯৩৮ সালে নড়াইলের জমিদারের সহায়তায় কলকাতা চলে যান সুলতান। সে সময় উপমহাদেশের একজন সেরা শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সাহায্যে ১৯৪১ সালে কলকাতা আর্ট কলেজে ভর্তি হতে পেরেছিলেন। তখন সেখানে সুলতানের অন্য সতীর্থদের মধ্যে ছিলেন জয়নুল আবেদীন, আনোয়ারুল...