দেশের ৫টি প্রতিষ্ঠানে পোশাকশিল্পের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সার্বিক তত্ত্বাবধানে দুই মাস এবং তিন মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য আবেদন চলছে। প্রশিক্ষণ কোর্সটি বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, এসআইসিআইপির তত্ত্বাবধানে সম্পূর্ণ সরকারি খরচে বিনা মূল্যে করানো হবে। কোর্স শেষে চাকরিপ্রাপ্তিতে সহায়তা করবে আয়োজকেরা। ভতি৴র সময় যা লাগবে—১. পাসপোর্ট সাইজের রঙিন ছবি- এক কপি।২. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি- এক কপি।৩. জাতীয় পরিচয়পত্র (বয়স ২০ বছর বা তদূর্ধ্ব হলে) অথবা (বয়স ১৮ থেকে ২০ বছরের কম হলে অনলাইনে যাচাই করা জন্মনিবন্ধনের ফটোকপি এক কপি।)প্রশিক্ষণের প্রতিষ্ঠান নাম—১. ইনস্টিটিউট অব অ্যাপারেলস রিসার্চ অ্যান্ড টেকনোলজি (আইএআরটি) প্ল্যানার্স টাওয়ার (১৭ ফ্লাওয়ার, ১৩/এ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা);কোর্সের নাম:—ক. পোশাক মার্চেন্ডাইজিং,খ. উন্নত পোশাক উৎপাদন এবং লিন ব্যবস্থাপনা,গ. আরএমজির...