২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের দুঃসহ কারাবাসের অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেত্রী। সেই স্মৃতিচারণা করে রিয়া জানান, কারাগারে থাকাকালীন তার প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশের অনুমতি পর্যন্ত ছিল না। রিয়ার ভাষ্যে, ‘সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করি কিছু না থাকার আসল অর্থ কী।’ কারাগারে থাকাকালীন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন রিয়া। তার কথায়, ‘যখন যা খুশি তা খাওয়ার সুযোগ সেখানে ছিল না। বাবা-মায়ের গুরুত্ব আমরা বুঝি না কিন্তু সেখানে শুধু...