ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতেই মারা গেছে ৩৭ জন। এছাড়া খান ইউনিসে অনাহার ও অপুষ্টিতে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, গাজা সিটি দখলে ইসরায়েলের অভিযান প্রতিদিনই তীব্র হচ্ছে। প্রাণে বাঁচতে এলাকা ছেড়ে দক্ষিণের দিকে ছুটছে বাসিন্দারা। হামলা হয়েছে স্কুল এবং হাসপাতালেও। রোববার ফিলিস্তিনি এক পরিবার জানায়, আল শিফা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বের হওয়ার সময় আবারও তাদের ওপর বোমা হামলা...