চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (১২) এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাব্বি (১৯) নামের অপর এক যুবক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের দক্ষিণ প্রবেশদ্বারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের দিকে যাচ্ছিল একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।...