সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এ বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ড. মঈন এ কথা বলেন। ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভা করা হয়। ড. মঈন খান বলেন, ‘দেশের ধনিকশ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এ দুর্নীতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলেফেঁপে উঠছে।’ গত বছর ৫ আগস্টের পর ভারত থেকে...