সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীতে পানি দ্রুত বাড়ছে। এতে তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার দীর্ঘ রক্ষা বাঁধের বিভিন্ন অংশে তীব্র স্রোতের ধাক্কা পড়ছে। বাঁধের নিচের মাটি সরে যাওয়ায় ব্লকগুলো ধসে পড়ছে। বাকি ব্লকগুলোও ধীরে ধীরে ধসে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বাঁধটি ভেঙে সেতু ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। মহিপুর গান্নারপাড় এলাকার বাসিন্দা আতাউর রহমান জানান, গত দুইবারের বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও কর্র্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ৬০ মিটার অংশ ধসে বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে আশপাশের প্রায় এক হাজার পরিবার ও সেতুটি ক্ষতির মুখে পড়েছে। গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান...