বাংলাদেশের ওষুধখাতে দক্ষতা ও সক্ষমতা বাড়াতে জাপানের সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি শীর্ষক এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই যৌথ উদ্যোগ বাস্তবায়ন করছে জাপানের অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) এবং বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি (বিএএএস)। বাংলাদেশে এওটিএসের এ ধরনের এনজিসি (বিদেশে প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই অংশীদারিত্ব) প্রশিক্ষণ এটাই প্রথম। প্রশিক্ষণে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩১ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। দুই ধাপে আয়োজিত এই কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গাজীপুরের একটি স্বাস্থ্যসেবা প্ল্যান্টে। দ্বিতীয় পর্ব হবে আগামী ১৫–১৯ অক্টোবর জাপানের টোকিও কেনশু সেন্টার ও কানসাই কেনশু সেন্টারে। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা শিখবেন ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, পণ্যের মূল্য নির্ধারণ, জাপানি বাজার...