২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ এএম লা লিগায় ফের বড় জয় পেয়েছে বার্সালোনা।গেতাফেকে অনায়াসে হারিয়ে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে এনেছে হান্সি ফ্লিকের দল। ইয়োহান ক্রুইস স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। লিগে সবশেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি জাল অক্ষত রাখল বার্সেলোনা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে গেতাফেকে চেপে ধরে বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে লক্ষ্যে প্রথম শটে গোলের দেখা পায় তারা। রাফিনিয়ার পাস বক্সে পেয়ে চমৎকার ব্যাক-হিল ফ্লিক করেন ওলমো। ছয় বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে শটে জালে পাঠান তরেস। গোলরক্ষক বলে হাত...