২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ এএম ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যচে হার চোখ রাঙাচ্ছিল আর্সেনালকে। ম্যাচজুড়ে লিড ধরে রেখেছিল পেপ গার্দিওলার দল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে গোল করে হার এড়াল মিকেল আর্তেতার শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি ও আর্সেনাল। সিটিজেনদের হয়ে গোলটি করেন আর্লিং হালান্ড, গানার্সদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী লিভারপুল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। ৫ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি। গত মৌসুমে বাজে ফলের পর এবারও ভুগছে পেপ গার্দিওলার দল।...