খুলনায় অবৈধ দখলদার উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে নগরীর বয়রা বাস্তুহারা এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে দফায় দফায় এ সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বুলডোজার ভাঙচুর করে। এ সময় পুলিশ বস্তিবাসীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে গৃহায়ন কর্তৃপক্ষ নগরীর বয়রা বাস্তুহারা এলাকার মুক্তিযোদ্ধা কলোনির অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে কলোনির বাসিন্দারা বাধা দেয়। একপর্যায়ে কলোনির বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা লাঠিপেটা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বাস্তুহারা সড়ক ব্যারিকেড দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে...